''বাংলার মুখ আমি দেখিয়াছি , তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর'' -কার লেখা ?
Solution
Correct Answer: Option C
জীবনান্দ দাশ এর রূপসী বাংলা কাব্যগ্রন্থের বাংলার মুখ আমি কবিতার চরণ বাংলার মুখ আমি দেখিয়াছি ,তাই আমি পৃথিবীর রূপ / খুঁজিতে যাই না আর; অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে/চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে / ভোরের দোয়েল পাখি । এই কাব্যগ্রন্থটি ১৯৫৭ সালে প্রকাশিত হয়।
তার রচিত প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক।
∎ অন্যান্য কাব্যগ্রন্থঃ
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- বেলা অবেলা কালবেল,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা।
উল্লেখ্য, রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিলাে।