বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপন্ন হয়?
A মৌলভি বাজার
B পঞ্চগড়
C সিলেট
D হবিগঞ্জ
Solution
Correct Answer: Option B
- অর্গানিক চা হচ্ছে এমন চা যা উৎপাদনে কোন রাসায়নিক সার ব্যবহার করা হয় না।
- পোকা দমনেও কোন কিটনাশক ব্যবহার করা হয় না। অর্গানিক চা সম্পূর্ণ প্রাকৃতিক।
- অর্গানিক চা বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়াতেই উৎপাদন হয়।