কোনো বৃত্তের তিনটি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করলে ঐ বিন্দুটির অবস্থান হবে বৃত্তের-
A পরিধিতে
B কেন্দ্র ও পরিধির মধ্যস্থানে
C কেন্দ্রে
D ভিন্ন জ্যায়ে
Solution
Correct Answer: Option C
যদি কোনো বৃত্তের তিনটি সমান জ্যা একই বিন্দুতে ছেদ করে, তবে সেই বিন্দুটি বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে। কারণ, বৃত্তের কেন্দ্র থেকে সমান জ্যা গুলো সমদূরবর্তী হয়।