লেইস ফেয়ার নীতি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
Solution
Correct Answer: Option A
- 'লেইস ফেয়ার' নীতি মুক্তবাজার অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত।
- এটি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তি বা ব্যক্তি মালিকানাধীন ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে কোনরূপ সরকারি হস্তক্ষেপ ছাড়াই ব্যবসা-বাণিজ্য ও বিনিময় হয়।
- রাষ্ট্রের এরূপ দৃষ্টিভঙ্গিকে অর্থনীতিতে অবাধনীতি বা Laissez Fair বলা হয়।
- ফরাসি শব্দ 'Laissez Fair' অর্থ করতে দাও, যেতে দাও, পাশ কাটাতে দাও।
- স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথকে লেস ফেয়ার (Laissez Fair) নীতির জনক বলা হয়।