Solution
Correct Answer: Option B
- লেনদেন হিসাবভুক্ত করার সময় হিসাবে যে ভুল হয় তাকে করণিক ভুল বলে।
- এ ভুল মূলত লেখালেখির সাথে সম্পর্কিত। বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল ও বেদাখিলার ভুল হচ্ছে কারণিক ভুল।
- অন্যদিকে হিসাবরক্ষণ সংক্রান্ত নীতিমালা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে হিসাবনীতি থেকে বিচ্যুতির ফলে যে ভুল হয় তাকে নীতিগত ভুল বলে।