রেওয়ামিলের ক্রেডিট পাশে লিপিবদ্ধ হয় কোনটি?

A অগ্রিম শিক্ষানবিস সেলামি

B শিক্ষানবিস ভাতা

C প্রাপ্য কমিশন

D প্রাপ্য আয়

Solution

Correct Answer: Option A

- একটি নির্দিষ্ট তারিখে খতিয়ানের ডেবিট উদ্বৃত্তের যোগফল এবং ক্রেডিট উদ্বৃত্তগুলোর যোগফল নির্ণয় করা হয়, তাকে রেওয়ামিল বলে।
- আর্থিক বিবরণী নির্ভুলভাবে তৈরি করার জন্য রেওয়ামিল নির্ভুল দরকার।
- অগ্রিম শিক্ষানবিশ সেলামি রেওয়ামিলের ক্রেডিট পাশে লিপিবদ্ধ হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions