Solution
Correct Answer: Option A
- IAS-7 হল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কিত আন্তর্জাতিক হিসাব মান (International Accounting Standard)।
- এই মানটি একটি কোম্পানির নগদ প্রবাহ (cash flow) এবং তার ব্যবহারের ধারা, অর্থাৎ, অপারেটিং, বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহ কেমন ঘটছে তা প্রতিবেদন করার নিয়মাবলী নির্ধারণ করে।