Solution
Correct Answer: Option B
- তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়।
- ক্ষুদ্রার্থে 'ইকা-প্রত্যয়' যোগ হয়।
যেমন:
- মালা- মালিকা,
- নাটক- নাটিকা,
- গীত- গীতিকা।
- বালক- বালিকা;
- নবীন- নবীনা;
- কুমার- কুমারী।