একটি ধাতুর উপর জিংক এর প্রলেপ দেয়াকে কি বলে?

A ইলেক্টোপ্লেটিং

B ভলকানাইজিং

C গ্যালভানাইজিং

D টিনপ্রোটিন

Solution

Correct Answer: Option C

- লোহার ক্ষয়রোধে জিংক (দস্তা) ধাতু ব্যবহার করা হয়।
- লোহার তৈরি দ্রব্যসামগ্রীর উপর দস্তার পাতলা আবরণ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে।
- দস্তার আবরণ লোহাকে *বাতাসে অক্সিজেন ও পানি থেকে রক্ষা করে।
- ফলে লোহায় মরিচা পড়ে না এবং ক্ষয়ও হয় না।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions