Solution
Correct Answer: Option B
- ফিউজ তার হলো নিম্ন গলনাঙ্কের একটি পরিবাহী তার।
- এটি সাধারণত ৭৫% সিসা এবং ২৫% টিন দিয়ে তৈরি সংকর ধাতু।
- এটি একটি চিনামাটির কাঠামোর উপর আটকানো থাকে।
- তারটি সরু ও গলনাঙ্ক কম।
- এর মধ্যে দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে যায়। ফলে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়।