Solution
Correct Answer: Option C
- দ্রুত গতিসম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে ইলেকট্রনের কিছু গতিশক্তি এক প্রকার বিকিরণ উৎপন্ন করে, এই বিকিরণকে এক্স-রশ্মি বলা হয়।
- ১৮৯৫ সালে জার্মান পদার্থবিদ উইলহেলম রন্টজেন নিম্নচাপে গ্যাসে তড়িৎ ক্ষরণ সংক্রান্ত পরীক্ষা করার সময় এক্স-রশ্মি আবিষ্কার করেন।
- এজন্য তিনি ১৯০১ সালে পদার্থ বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান।
- সোনা, ঘড়ি বা নিষিদ্ধ কোনো বস্তু বাক্সে, পাকেটে বা দেহের কোথাও লুকানো থাকলে তা খুজে বের করতে গোয়েন্দা বিভাগ এক্স-রে স্ক্যানিং ব্যবহার করে।
- এছাড়া শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে এক্স-রে রশ্মি ব্যবহার করা হয়।