কোনটি চীনা বিপ্লবের সরাসরি সূচনাপর্ব হিসেবে গণ্য হয়?
A সিচুয়ানে কৃষক বিদ্রোহ
B হানকাউতে সৈন্য বিদ্রোহ
C ইউয়ান শিকাইয়ের সেনা অভিযান
D বক্সার বিদ্রোহ
Solution
Correct Answer: Option B
- ১৯১১ সালের চীনা বিপ্লবের সরাসরি সূচনা ঘটে ১০ অক্টোবর, হানকাউ শহরে (বর্তমানে উহানের অংশ) সৈন্যদের বিদ্রোহ থেকে। এটি ইতিহাসে উচাং বিদ্রোহ (Wuchang Uprising) নামে পরিচিত।
- এই বিদ্রোহটি ছিল পূর্ব পরিকল্পিত এক ষড়যন্ত্র ফাঁস হয়ে যাওয়ার পর বিদ্রোহীদের তাড়াহুড়ো করে অস্ত্র তুলে নেওয়ার ফল। তারা দ্রুত উচাং-এর টাকশাল ও অস্ত্রাগার দখল করে নেয় এবং কিং রাজবংশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
- এই ঘটনাকেই ঐতিহাসিকভাবে ১৯১১ সালের বিপ্লব বা শিনহাই বিপ্লবের (Xinhai Revolution) সূচনা হিসেবে গণ্য করা হয়, যা শেষ পর্যন্ত চীনের রাজতন্ত্রের অবসান ঘটায় এবং গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে।