দু'টি সংখ্যার ল.সা.গু ৭৫ এবং গ.সা.গু ৫। একটি সংখ্যা ১৫ হলে অপর সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
২ টি সংখ্যার ল.সা.গু = ৭৫
গ.সা.গু = ৫
একটি সংখ্যা = ১৫
মনে করি,
অপর সংখ্যাটি = X
আমরা জানি,
২ টি সংখ্যার গুণফল = তাদের ল.সা.গু × গ.সা.গু
বা, ১৫ × X = ৭৫ × ৫
বা, X = (৭৫ × ৫)/১৫
বা, X = ৫ × ৫
∴ X = ২৫