পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর কোনটি ?
A গ্রেট ব্যারিয়ার রিফ
B আমাজন রিফ
C আমেরিকান রিফ
D মেক্সিকো রিফ
Solution
Correct Answer: Option A
পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রীফ। এটি অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর কুইন্সল্যান্ডের কোরাল সাগরে অবস্থিত। ১৯৮১ সালে এটি ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়।