লবণের মূল্য ২৫% বৃদ্ধি পেলে, ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
A ১৫%
B ২০%
C ২৫%
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option B
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা
১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ = ২০ টাকা