ইনসোমনিয়া কি ধরনের অসুখ ?
A স্নায়ুরোগ
B চোখের রোগ
C নিদ্রাহীনতার রোগ
D কোনটি নয়
Solution
Correct Answer: Option C
অনিদ্রা হলো একটি ঘুমের ব্যাধি যাতে মানুষের ঘুমে সমস্যা হয়। অনিদ্রা বা ইনসমনিয়ার রোগীদের ক্ষেত্রে ঘুমিয়ে পড়তে বা ইচ্ছামত ঘুমাতে অসুবিধা হয়।