জাতিসংঘের সব দাপ্তরিক ভাষায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় -
Solution
Correct Answer: Option B
৫ মার্চ ,২০২১ সালে ফ্রান্সের প্যারিসে অবস্থিত ইউনেস্কোর সদর দপ্তরে জাতিসংঘের সব (৬ টি ) দাপ্তরিক ভাষায় (ইংরেজি ,ফ্রেঞ্চ ,স্প্যানিশ ,আরবি ,রুশ ও চীনা ) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিষয়ক 'The Historic 7th March Speech of Bangabandhu Sheikh Mujibur Rahman ;A World Documentary Heritage ' গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় ।