একজন মাঝি নৌকা বেয়ে স্রোতের প্রতিকূলে t₁ ঘণ্টায় x কিমি যেতে পারে ।স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে t₂ ঘণ্টা সময় লাগে। স্রোতের বেগ ঘণ্টায় কত কিমি ?

A x {(1/ t₁)+(1/t₂)}

B x {(1/ t₁)-(1/t₂)}

C x /2{(1/ t₁)+(1/t₂)}

D x /2{(1/ t₁)-(1/t₂)}

Solution

Correct Answer: Option D

স্রোতের প্রতিকূলে t₁ ঘণ্টায় যায় x কিমি
∴1     "       "    x/t₁ "

আবার ,
স্রোতের অনুকূলে t₂ ঘণ্টায় যায় x কিমি
∴1     "       "    x/t₂ "

মনে করি ,
        নৌকার বেগ =a কি মি /ঘণ্টা
       এবং স্রোতের =b "         "
∴a+b=x/t₂............................(i)
   a-b=x/t₁............................(ii)
(i)-(ii)
       2b=  x/t₂-x/t₁
  বা,2b=x (x/t₂-x/t)
  বা, b=x/2(1/t₂-1/t)

∴ স্রোতের বেগ =x/2(1/t₂-1/t)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions