Solution
Correct Answer: Option C
UNHCR= United Nations High Commissioner for Refugees।
- UNHCR ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- জাতিসংঘের কার্যত একটি আন্তর্জাতিক সংস্থা যার দায়িত্ব হচ্ছে জাতিসংঘ বা কোন দেশের সরকারের অনুরোধে স্বদেশহীন, বাস্তুহারা, বিতাড়িত, মাতৃভূমিচ্যূত শরণার্থীদেরকে রক্ষা করা, তাদের অবস্থাকে সমর্থন যোগানো এবং নিজ দেশে ফেরা বা যথোপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা।
সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ সংস্থার সদরদপ্তরঃ
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশন(ECE),
- আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO),
- বিশ্ব আবহাওয়া সংস্থা(WMO),
- বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা(WIPO),
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO),
- বিশ্ব বাণিজ্য সংস্থা(WTO),
- জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন(UNHCR),
- UNCTAD,
- ইন্টার- পার্লামেন্টারি ইউনিয়ন(IPU),
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম(WEF),
- বিশ্ব হার্ট ফাউন্ডেশন(WHF), প্রভৃতি।