যে রক্তনালীর মাধ্যমে রক্ত হৃদপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয় তাকে বলে।
Solution
Correct Answer: Option B
যেসব রক্তবাহিকার মাধ্যমে সাধারণত অক্সিজেনসমৃদ্ধ রক্ত হৃদপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়, তাকে ধমনী বলে।
ধমনী প্রাচীর তিন স্তর বিশিষ্ট। যথা-
(1) টিউনিকা এক্সটার্না,
(2) টিউনিকা মিডিয়া ও
(3) টিউনিকা ইন্টিমা।