Solution
Correct Answer: Option B
• মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার শিব নারায়ণ দাস পরবর্তীতে মানচিত্র থেকে পতাকা সরিয়ে নতুন করে ডিজাইন করেন কামরুল হাসান ।
• বর্তমান ডিজাইন করা পতাকাটি কামরুল হাসানের।
• তার প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান ।
• চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতির মিশ্রণ ঘটিয়ে তিনি 'পটুয়া কামরুল হাসান' নামেও পরিচিতি লাভ করেন । তাঁর বিখ্যাত চিত্রকর্ম- তিন কন্যা, রায়বেঁশে নৃত্য, নাইওর ইত্যাদি।