Solution
Correct Answer: Option B
যাকে স্বত্ব ত্যাগ করে দান ,অর্চনা ,সাহায্য ইত্যাদি করা হয় ,তাকে (সংস্কৃত নিয়মে ) সম্প্রদান কারক বলে।বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক ।
যেমনঃ
দেশের সেবা কর । প্রদত্ত উদাহরণে দেশকে স্বত্ব ত্যাগ করে সেবা করার কথা বলা হয়েছে ,যা সম্প্রদান কারকের শর্তের সাথে সামঞ্জস্য ।