'ফুল্লরার বারমাস্যা ' কোন মঙ্গলকাব্যের অন্তর্গত ?
Solution
Correct Answer: Option B
'বারমাস্যা ' শব্দের অর্থ পুরো এক বছরের বিবরণ । প্রাচীন বাংলা সাহিত্যর লৌকিক কাহিনী বর্ণনায় নায়ক -নায়িকাদের বারো মাসের সুখ -দুঃখের বিবরণ প্রদানের রীতি দেখা যায় ,একেই 'বারোমাসী' বা 'বারমাস্যা' বলে।
মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীদেবীর কাহিনী অবলম্বনে চণ্ডীমঙ্গল কাব্য রচিত । এ কাব্যটি দুই খণ্ডে বিভক্ত । প্রথমটি আখেটিক বা ব্যাধ কালকেতু - ফুল্লরার কাহিনী এবং দ্বিতীয়টি বণিক বা ধনপতি সওদাগরের কাহিনী । কালকেতু -ফুল্লরা অংশে ফুল্লরার বারমাস্যা উপস্থাপন করা হয়েছে।