বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয়-

A সার কারখানায়

B বিদ্যুৎ উৎপাদনে

C সিমেন্ট ফ্যাক্টরিতে

D বাসাবাড়িতে

Solution

Correct Answer: Option B

- স্বাভাবিক চাপ ও তাপে গ্যাস বা বাষ্পকারে অবস্থিত হাইড্রোকার্বনই প্রাকৃতিক গ্যাস।
- এর প্রধান উপাদান মিথেন (৮০-৯০%) হলেও ইথেন, প্রোাপেন ও অন্যান্য উপাদানও বিদ্যমান থাকে।
- বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে (৪৪%)
- তাছাড়া দেশে বিদ্যুৎ উৎপাদনে ডিজেল (২৭%), ফার্নেস অয়েল (২৪%) ও কয়লা (১৭%) ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions