Solution
Correct Answer: Option A
দানিয়ুব হল ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং ইউরোপ মহাদেশের অন্যতম নৌ পরিবহন পথ ।নদীটির আয়তন ,২,৮৫০ কিলোমিটার ।এটি জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে উৎপত্তি হয়ে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ।এই নদীর তীরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ,স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা ,হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেড অবস্থিত ।