স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি ?

A বজ্রকণ্ঠ

B জল্লাদের দরবার

C গানের ডালি

D চরমপত্র

Solution

Correct Answer: Option C

২৬ মার্চ ,১৯৭১ সালে চট্টগ্রামে স্বাধীন বাংলা বেতের কেন্দ্র প্রতিষ্ঠিত হয় ।মুক্তিসেনাদের উদ্দীপ্ত করা ও মুক্তিকামী মানুষকে দৃঢ় প্রত্যয়ে প্রদীপ্ত রাখার জন্য এ কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের গান ,চরমপত্র ,বজ্রকণ্ঠ ,জল্লাদের দরবার ,অগ্নিশিখা ,ধর্মীয় কথিকা ও রক্তের আখরে লিখি প্রভৃতি অনুষ্ঠান প্রচারিত হত ।অন্যদিকে ,বাংলাদেশ বেতারে প্রচারিত শ্রোতাদের অনুরোধের আসর 'গানের ডালি ' ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions