'Long walk to Freedom ' গ্রন্থের লেখক কে?
A উইনস্টন চার্চিল
B লুথার কিং
C নেলসন ম্যানডেলা
D জোনাথান সুইফট
Solution
Correct Answer: Option C
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ নেলসন ম্যানডেলার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম Long walk to Freedom .এটি ১৯৯৪ সালে প্রকাশিত হয় ।এই গ্রন্থে তিনি ১৯৬৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ ২৭ বছরের কারাজীবনের নানা ঘটনাসহ তাঁর জীবনের নান দিক তুলে ধরেছেন।