বস্তুর ওজন কোথায় শূন্য হয়?

A ভূ-পৃষ্ঠে

B ভূ-কেন্দ্রে

C সমুদ্র সমতলে

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

- বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল অর্থাৎ যে বলে পৃথিবী কোন বস্তুকে আকর্ষণ করে, তাই ঐ বস্তুর ওজন।
- বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ (g) এর উপর নির্ভরশীল।
- পৃথিবীর পৃষ্ঠ থেকে যত উপরে বা নিচে নামা যায় তত অভিকর্ষজ ত্বরণ (g) এর মান কমতে থাকে।
- তাই বস্তুর ওজনও কমতে থাকে ।
- পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ (g) এর মান শূন্য।
- তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনও শূন্য ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions