আকাশ নীল দেখায়, কারণ নীল আলোর-

A তরঙ্গ দৈর্ঘ্য বেশি

B বিক্ষেপণ বেশি

C প্রতিফলন বেশি

D শোষণ বেশি

Solution

Correct Answer: Option B

- আলোর বিক্ষেপণের জন্য আকাশ নীল দেখায়। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম, সে আলোর বিক্ষেপণ তত বেশি। 
- সূর্য থেকে আসা দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের ক্রম- লাল > কমলা > হলুদ > সবুজ > নীল > বেগুনী। অর্থাৎ বেগুনী, নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট, তাই এরা বায়ুমণ্ডলের কণার সাথে ধাক্কা বেশি খায় তথা বিক্ষেপণ বেশি হয়। বিক্ষিপ্ত এই আলো পৃথিবীতে চলে আসে। 
- আমাদের চোখের রেটিনার কোনকোষগুলো বেগুনী আলোর চেয়ে নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল। তাই বেগুনী, নীল দুটি আলোই চোখে প্রবেশ করলে আমরা শুধু নীল রঙ দেখতে পারি । তাই আমরা আকাশ নীল দেখি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions