কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম?
A শূন্য মাধ্যমে
B কঠিন মাধ্যমে
C তরল মাধ্যমে
D বায়বীয় মাধ্যমে
Solution
Correct Answer: Option D
শব্দের গতি বিভিন্ন মাধ্যমে নির্ভর করে সেই মাধ্যমের ঘনত্ব এবং কণাগুলোর মধ্যে পারস্পরিক দূরত্বের ওপর।
- শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না।
- কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি।
- তরল মাধ্যমে শব্দের গতি কঠিন মাধ্যমের তুলনায় কম।
- বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম।