পঞ্চভূজের পাঁচটি কোণের সমষ্টি কত?
A ৩ সমকোণ
B ৪ সমকোণ
C ৫ সমকোণ
D ৬ সমকোণ
Solution
Correct Answer: Option D
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি = (2 × 5 - 4) সমকোণ
= (10 - 4) × 90°
= 6 × 90°
= 540°
পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি = ৬ সমকোণ