একটি ত্রিভূজাকার জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। এর ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা কত?
A ২০ মিটার
B ২২ মিটার
C ২৪ মিটার
D ২৬ মিটার
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ২১৬ বর্গমিটার
ভূমি = ১৮ মিটার
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ২১৬ = (১/২) × ১৮ × উচ্চতা
⇒ ৯ × উচ্চতা = ২১৬
⇒ উচ্চতা = ২১৬/৯
⇒ উচ্চতা = ২৪ মিটার