নিম্নের কোনটি সম্ভাব্য ক্ষতি হিসেবে সমন্বয় করা হয়?
Solution
Correct Answer: Option C
- যে দেনাদার তার দেনা কখনও শোধ করবেন না বলে ধরা হবে সেটা কু-ঋণ হিসেবে সমন্বিত হবে।
- কিন্তু কিছু পাওনা এমন থাকে যা পাওয়া যেতে পারে, নাও পারে বলে সন্দেহ করা হয়।
- আর এমন পাওয়ার ক্ষতি যাতে ব্যবসায়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করতে পারে এজন্য লাভ থেকে কিছু অর্থ-সঞ্চিতি হিসেবে রাখা হয়। একেই কু-ঋণ সঞ্চিতি বলে।
- একে লাভ-ক্ষতি হিসাবে ডেবিট করে বিবিধ দেনাদার থেকে বাদ দিতে হবে।