বলিভিয়ার সাংবিধানিক রাজধানী কোনটি?
A লাপাজ
B লিমা
C সুক্রে
D বোগোতা
Solution
Correct Answer: Option C
বলিভিয়ার সাংবিধানিক রাজধানী সুক্রে। লাপাজ দেশটির প্রশাসনিক রাজধানী ও বলিভিয়া সরকারের প্রধান কর্মস্থল। প্রায় ৩৬০০ মিটার উচ্চতায় অবস্থিত বিশ্বের উচ্চতম রাজধানী হলো লাপাজ।