পোপ ফ্রান্সিস রোমান ক্যাথলিক চার্চের কততম পোপ ছিলেন?
A ২৫৮ তম
B ২৬১ তম
C ২৬৪ তম
D ২৬৬ তম
Solution
Correct Answer: Option D
- ভ্যাটিকানের বাসভবন কাসা সান্তা মার্তায় মারা যান রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
- তার বয়স হয়েছিল ৮৮ বছর।
- আর্জেন্টিনার ধর্মযাজক হোরহে মারিও বেরগোলিও ২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হয়ে ফ্রান্সিস নাম নেন।
- তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের ২৬৬ তম পোপ।