'তুমি এতক্ষণ কী করেছো ? এ বাক্যে 'কী' কোন পদ ?
Solution
Correct Answer: Option A
-বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় ,তাকে সর্বনাম বলে।
-প্রশ্ন তৈরির জন্য প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয় ।যেমনঃ
-কে, কারা, কি, কীসে প্রভৃতি ।
-তুমি এতক্ষণ কি করেছো ?
-প্রদত্ত বাক্যে 'কী ' প্রশ্নবাচক সর্বনাম হিসেবে প্রশ্ন তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ?