'অটিজম' কোন ধরনের সমস্যা ?
A মস্তিষ্কের বুদ্ধিজনিত সমস্যা
B মস্কিস্কে রক্তক্ষরণজনিত সমস্যা
C শ্রবণশক্তির ঘাটতিজনিত সমস্যা
D মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা
Solution
Correct Answer: Option D
- অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার একটি অবস্থা যা শিশুদের মধ্যে নিউরোডেভেলপমেন্টাল অস্বাভাবিকতা দ্বারা চিহ্নিত করা হয়।
- অটিজমে আক্রান্ত শিশুরা তাদের আচরণ এবং যোগাযোগ দক্ষতার ক্ষেত্রে সামাজিক পরিবেশে ভিন্নভাবে আচরণ করে।
- এই অবস্থাটি সাধারণত এক থেকে পাঁচ বছরের মধ্যে শিশুদের মধ্যে দেখা যায়।