মাওলানা আকরম খাঁ রচিত 'মোস্তফা চরিত' গ্রন্থটি-
A কাব্যগ্রন্থ
B উপন্যাস
C নাটক
D সীরাতগ্রন্থ
Solution
Correct Answer: Option D
:মোহাম্মদ আকরাম খাঁ কর্তৃক হযরত মুহম্মদ (স.) এর জীবনীভিত্তিক সীরাতগ্রন্থ ' মোস্তফা চরিত্র'(১৯২৩) ।এ গ্রন্থে তিনি ইসলাম ধর্মের শুরু থেকে হযরত (স.) এর প্রয়াণ পরবর্তী সময় পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছেন ।