নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে?

A অগ্নিবীণা

B বিষের বাঁশি

C ব্যথার দান

D ছায়ানট

Solution

Correct Answer: Option B

কাজী নজুরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ 'বিষের বাঁশি ' ২২ অক্টোবর ,১৯২৪ সালে নিষিদ্ধ হয় ।পরবর্তীতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল ২৭ এপ্রিল ,১৯৪৫ সালে ।এটি তিনি উৎসর্গ করেন এদেশের নারী অধিকার আন্দোলনের অগ্রনায়িকা মিসেস এম. রহমানকে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions