এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে অক্ষর বলে। অর্থাৎ, উচ্চারণের একক (Unit)-কে অক্ষর বলা হয়। যেমন: বন্+ধন্ = বন্ধন। এখানে বন্ এবং ধন্ দুটি অক্ষর। পক্ষান্তরে বৃ-নৃ-ধ-ন্ এগুলো অক্ষর নয়, বর্ণ বা হরফ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions