কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি-

A

B

C

D

Solution

Correct Answer: Option A

- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ধ্বনি বলে। যেমন: ক, খ, গ, ঘ, ঙ।

- কণ্ঠনালীয় ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালী হয়ে সরাসরি বের হয়ে আসে। যেমন: হ।

- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ধ্বনি বলে। যেমন: চ, ছ, জ, ঝ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions