প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?

A ময়নামতি

B বিক্রমপুর

C মহাস্থানগড়

D পাহাড়পুর

Solution

Correct Answer: Option C

- পুণ্ড্রবর্ধন (পুণ্ড্রনগর) বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। আনুমানিক খ্রিষ্টপূর্ব চতুর্থ শতকে পুণ্ড্র নামে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল। এটি পুণ্ড্র রাজ্যের (মৌর্য ও গুপ্ত বংশের) রাজধানী ছিল। পুণ্ড্র নগরের বর্তমান নাম মহাস্থানগড়। এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন জনপদটি আবিষ্কার করেন।

- কুমিল্লা জেলা শহরের অদুরে আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হলো ময়নামতি। রাজা মানিকচন্দ্রের স্ত্রী রাণী ময়নামতির নামানুসারে নামকরণ করা হয় ময়নামতি। শালবন বিহার, আনন্দ বিহার প্রভৃতি - ধ্বংসাবশেষ এখানে অবস্থিত। ১৯৫৫ সালে এটি আবিষ্কৃত হয়।

- পাহাড়পুর বৌদ্ধ বিহার সোমপুর বিহার নামে পরিচিত। পাল বংশের রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে বর্তমান নওগাঁ জেলায় এটি নির্মাণ করেন। এটি আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিহার। ১৮৭৯ সালে কানিংহাম বিহারটি আবিষ্কার করেন এবং ১৯৮৫ সালে ইউনেস্কো এই বিহারকে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে।

- বিক্রমপুর বাংলার একটি ঐতিহাসিক এলাকা, বর্তমানে এ অঞ্চলটি মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত। প্রাচীনকালে বিক্রমপুর রাজা বিক্রমাদিত্যের রাজধানী ছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions