পিপিপি এর পূর্ণাঙ্গ রুপ কোনটি?

A প্রাইভেট প্রাকটিস অন ফিজিক্স

B প্রাইভেট প্রাকটিশনার অন পাবলিক হেলথ

C পাবলিক প্রাইভেট পার্টনারশিপ

D প্রাইভেট প্রাকটিস প্রসিকিউটর

Solution

Correct Answer: Option C

দেশের বিদ্যমান ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বমূলক উদ্যোগের নাম Public -Private Partnership .পিপিপির অধীনে বিভিন্ন বাস্তবায়নের জন্য সরকার ২০১০ সালে Public Private partnership Authority গঠন করে ।আর ২০১৫ সালে বাংলাদেশ সরকারি -বেসরকারি অংশীদারিত্ব আইন তৈরি করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions