কোন দেশটি কখনও অন্য কোন দেশের উপনিবেশ ছিল না?
A থাইল্যান্ড
B মায়ানমার
C ইন্দোনেশিয়া
D মালয়েশিয়া
Solution
Correct Answer: Option A
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র ।এর রাজধানী ব্যাংকক ।এ দেশটি কখনো কোন ইউরোপীয় কিংবা কোন বিদেশী শক্তির নিয়ন্ত্রণে ছিল না। প্রাচীনকাল থেকে থাইল্যান্ড শ্যামদেশ নামে পরিচিত ছিল.১৯৪০ সালে থাইল্যান্ড নামকরণ করা হয় ।