গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে?

A ৯ম ভাগ

B ৭ম ভাগ

C ৮ম ভাগ

D ১০ম ভাগ

Solution

Correct Answer: Option C

দেশের হিসাব রক্ষণ ও নিরীক্ষণের সর্বোচ্চ কর্মকর্তা হলেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ।এটি একটি সাংবিধানিক পদ ।গণপ্রাজতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অষ্টম ভাগের ১২৭ নং অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতি একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ দেন ।সংবিধানের অষ্টম ভাগে ১২৮ ,১৩১ এবং ১৩২ নম্বর অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব ,কার্যাবলি এবং কর্মপদ্ধতি বর্ণনা করা হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions