Solution
Correct Answer: Option D
- 'Disparity' এবং 'Difference' একই ধরনের অর্থ প্রকাশ করে। 'Disparity' শব্দটি বোঝায় অসমতা বা বৈষম্য, যা দুই বা ততোধিক বিষয়ের মধ্যে পার্থক্য বা তফাৎকে নির্দেশ করে। একইভাবে 'Difference' শব্দটিও দুটি বিষয়ের মধ্যে পার্থক্য বা বৈসাদৃশ্যকে বোঝায়।
অন্য অপশনগুলি- 'argumentation' (তর্ক), 'belittlement' (অবজ্ঞা) এবং 'harmony' (সম্প্রীতি) - এর কোনটিই 'disparity' এর সমার্থক শব্দ নয়। তাই 'difference' হল 'disparity' এর সঠিক synonym বা সমার্থক শব্দ।