Solution
Correct Answer: Option A
'অনুগ্রহ' শব্দের অর্থ হলো দয়া, করুণা বা উপকার করা। এর বিপরীত হলো 'নিগ্রহ', যার অর্থ দমন, শাস্তি বা কঠোর ব্যবহার।
অন্য option গুলো অর্থ অনুযায়ী বিপরীত নয়:
— 'বিগ্রহ' মানে দ্বন্দ্ব বা কলহ,
- 'সাগ্রহ' মানে আগ্রহসহকারে,
- আর 'সানুগ্রহ' অর্থ সহানুভূতিশীল বা অনুগ্রহকারী।