Solution
Correct Answer: Option C
“সৌন্দর্য” একটি বিশেষ্য, যা কোনো কিছুর গুণ বা অবস্থা (যেমন: সুন্দরতা) বোঝাতে ব্যবহৃত হয়। এটি একটি অব্যক্ত বস্তুবাচক বিশেষ্য, যা কোনো ব্যক্তির বা বস্তুর সুন্দর অবস্থা বোঝায়। অন্যদিকে, “সুন্দর” ও “সুন্দরতম” হচ্ছে বিশেষণ, যা কোনো নাম বা বিশেষ্যকে বিশেষভাবে চিহ্নিত করে। তাই বাক্য অনুযায়ী “সৌন্দর্য”-ই একমাত্র বিশেষ্য শব্দ।