সঠিক বানান নির্ণয় করুন-

A তদানুসারে

B তদনুসারে

C তদণুসারে

D তদানুশারে

Solution

Correct Answer: Option B

সঠিক বানান - তদনুসারে।

কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- বাল্মীকি,
- অগ্ন্যাশয়,
- গার্হস্থ্য,
- উচ্চৈঃস্বর,
- বিভূতিভূষণ,
- অগ্নুৎপাত,
- জলোচ্ছ্বাস,
- বৈদগ্ধ্য,
- উজ্জ্বল,
- অধ্যাত্ম,
- উত্ত্যক্ত,
- জাজ্বল্যমান,
- ব্যত্যয়,
- ব্যপদেশ,
- অনিন্দ্য ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions