কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৭০% গণিত এবং ৬০% ইংরেজীতে পাশ করলো। উভয় বিষয়ে ৫০% পাশ করলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো?

A ২০

B ২৫

C ৪০

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option A

ধরি,
মোট পরীক্ষার্থী = 100 জন

দেওয়া আছে,
গণিতে পাশ করেছে = 70%
ইংরেজিতে পাশ করেছে = 60%
উভয় বিষয়ে পাশ করেছে = 50%

শুধু গণিতে পাশ করেছে = (70 - 50) = 20%
শুধু ইংরেজিতে পাশ করেছে = (60 - 50) = 10%
উভয় বিষয়ে পাশ করেছে = 50%

এখন, যারা উভয় বিষয়ে ফেল করেছে, তাদের শতকরা হার:
= 100% - (শুধু গণিতে পাশ + শুধু ইংরেজিতে পাশ + উভয় বিষয়ে পাশ)
= 100% - (20% + 10% + 50%)
= 100% - 80%
= 20%

অতএব, উভয় বিষয়ে ফেল করেছে = 20%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions